ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বাড়ির আঙ্গিনায় শাকসবজির চাষ ও হাঁস- মুরগি পালন করে সফল উদ্যোক্তা রাকিব

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের দরিদ্র আলালউদ্দিনের ছেলে রাকিব। অতি সাধারণ পরিবারের ছেলে রাকিবুলদের সংসারের সদস্য সংখ্যা মা-বাবাসহ দুই ভাই তিন বোন। বৃদ্ধ বাবা এবং বড় ভাই সোহরাবের উপার্জনে ভালো-মন্দ মিলিয়েই চলছিল তাদের সংসার।২১ বছর বয়সী এই আত্মপ্রত্যয়ী যুবক। যে বয়সে বন্ধুদের সাথে হই হুল্লোড় করে সময় কাটানোর কথা সেই সময়েই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে রাকিবকে। ২০১৬ সালে নবম শ্রেণিতে থাকাকালীন সময়েই লেখা-পড়ার পাশাপাশি চাকুরি করে সংসারের হাল ধরতে হয় তাকে।যদিও এতো ভালোর মাঝেই ২০১৬ সালে হঠাৎ রাকিবের বড় ভাই মারা যায়, তখন সে মাত্র নবম শ্রেণির ছাত্র। আকস্মিক বড় সন্তানের মৃত্যুতে দিশেহারা রাকিবের পরিবার। আর সে থেকেই জীবন যুদ্ধ শুরু হয় তার।এরই মাঝে ২০২০ সালে মেরুদণ্ডের হাড়ে বোন টিভি রোগে আক্রান্ত হয়ে প্রায় ৯ মাস হাসপাতালে থাকতে হয় রাকিবকে। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। কোমরের নিচ থেকে অবস হয়ে যাওয়ায় এক রকম হাটা চলা বন্ধ হয়ে যায় তার। তখন মেরুদণ্ডের হাড়ে অপারেশন হয় রাকিবের। চিকিৎসা করাতে যেয়ে ঋণে জর্জরিত হয় রাকিবের পরিবার।অপারেশনের পর রাকিবকে ভারি কাজে নিষেধাজ্ঞা দেন চিকিৎসক। এমন পরিস্থিতিতে রাকিবের হাতে মূলধন না থাকায় অনলাইনে ভিন্ন এক ব্যবসার চিন্তা মাথায় আসে তার। অনলাইনের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অর্ডার সংগ্রহ করে বাজার থেকে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন তিনি।বাজারে পণ্যের যা দাম ক্রেতাদের কাছ থেকে সে সেই দামই নেয়। আর ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা। এভাবে অর্ডার সংগ্রহ করে দৈনিক ৩০০/৪০০ টাকা আয় হয় তার। এর পাশাপাশি রাকিব তার বসত বাড়ির আঙ্গিনায় হাঁস-মুরগি পালন এবং বিভিন্ন প্রকার সবজির আবাদ শুরু করেন। যার মাধ্যমেও বাড়তি কিছুটা আয় হয় রাকিবের।শ্রীপুরের বাসিন্দা জাহিদ প্রাণ জানান, রমজানে আমি ঢাকাতে গিয়েছিলাম এ দিকে আমার বাবা এত্তেকাফে থাকায় বাড়িতে বাজারের প্রয়োজন ছিল। এমন সময় শ্রীপুর লাইফ লাইনে রাকিবের বিজ্ঞাপন দেখে তাকে বাজারের অর্ডার করি।আলহামদুলিল্লাহ সে খুব সুন্দরভাবে আমাদের বাড়িতে বাজারগুলো পৌঁছে দিয়ে যায়। বাজারের মান এবং রাকিবের আচরণ খুব ভালো ছিলবেড়াইদের চালা এলাকার এক নারী ক্রেতা জানান, রাকিবের পণ্যের মান, দাম ও তার ব্যবহার খুবই ভালো। আমি তার কাছ থেকে অনেকবার পণ্যের অর্ডার করেছি। আর এতে সময় অনেকই  বাঁচে।নিজের ব্যবসা সম্পর্কে রাকিবুল হাসান রাকিব বলেন, সর্বপ্রথম শ্রীপুর লাইফ লাইনে কৌতূহল বসত একটি ব্যবসার উদ্যোগ নিয়ে পোস্ট করি। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি ভালোই সারা পাচ্ছি। কিন্তু দুঃখজনক ব্যাপার আমার এ পেশাকে অনেকে খাটো করে দেখে। আমাকে অপমান করে, অর্ডার দিয়ে মাল নেয় না ইত্যাদি।তিনি বলেন, আমিওতো ভাই মানুষ, আমাকে কেন এভাবে ছোট্ট করে দেখছেন। মনে রাখবেন আপনার হাসি ঠাট্টা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি সকলের সহযোগিতা কামনা করছি। কোনো কাজকেই কেউ ছোট করে দেখবেন না। 

ads

Our Facebook Page